রংপুরের কাউনিয়া রেল স্টেশনের ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর একটার দিকে আনুমানিক ২৮-৩০ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও কাউনিয়া স্টেশন মাস্টার সূত্রে জানাগেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেন দুপুরে কাউনিয়া রেল স্টেশনের আসে। এসময় স্থানীয়রা ট্রেনের ছাদে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে কাউনিয়া স্টেশন মাস্টারকে বিষয়টি অবগত করেন। স্টেশন মাস্টার ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সাভিসের লোকজন এসে লাশ উদ্ধার করে।