গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ (৬৩) নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যার পর গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন কাজীপাড়ার পূবাইল বাজার গেইট এলাকার ঢাকা-চট্রগ্রাম রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রেলওয়ের নরসিংদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কার্তিক চন্দ্র দাস জানান, রবিবার গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন কাজীপাড়ার পূবাইল বাজার গেইট এলাকায় ঢাকা-চট্রগ্রাম রেললাইনের পাশে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ওই বৃদ্ধ মানসিক প্রতিবন্ধী ছিলেন। বিকেলের কোন এক সময়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ নিহত হন। অজ্ঞাত পরিচয়ের নিহত ওই বৃদ্ধের (৬৩) পড়নে লুঙ্গি ও জ্যাকেট রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।