কুমিল্লায় নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কার্যক্রম। এরপর কুমিল্লা সিটি করপোরেশন পার্কে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কলেজ অডিটোরিয়ামে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন অধ্যক্ষ শরীফুল ইসলাম।
অধ্যাপক মো. রাশেদুল হক খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মো. কামরুর রশিদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। ১৭ মার্চ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।