গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজের অজান্তে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পদ পেয়েছেন দাবি করে পদত্যাগ করেছেন দুই নেতা।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগ করা দুই নেতা হলেন- উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক চয়ন বিশ্বাস (হরি ঠাকুর) ও একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আক্কাস আলী শেখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালে আমাদের অজান্তে কে বা কারা পদে রেখেছিল, তা জানি না। কারণ, আমরা কখনো আওয়ামী লীগের রাজনীতি করতাম না। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করলাম। এ ছাড়াও অঙ্গীকার করছি যে, আগামীতেও কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হব না।

