গুগলে ছবি অনুসন্ধান প্রধানত তিনভাবে করা যায়।
১. ছবি আপলোড করে ২. ড্রাগ করে ৩. ইউআরএলের মাধ্যমে
ধাপ ১ : কম্পিউটারে ক্রোম, সাফারি বা এ ধরনের একটি ওয়েব ব্রাউজার চালু করুন।
ধাপ ২ : গুগল ইমেজ (image.google.com)-এ যান।
ধাপ ৩ : সার্চ বাই ইমেজ (Search by image)-এ ক্লিক করুন।
ধাপ ৪ : আপলোড বাই ইমেজ (Upload by image) নামে একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করুন। চুজ ফাইল অর ব্রাউজ (Choose file or browse)-এ ক্লিক করুন।
ধাপ ৫ : কম্পিউটারের গ্যালারি বা অন্য কোনো ফোল্ডার থেকে একটি ছবি নির্বাচন করুন।
ধাপ ৬ : এরপর ওপেন অর চুজ (Open or Choose)-এ ক্লিক করলেই আপনার কাজ শেষ।