অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তুলবো: পরশ

0

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, অচিরেই বাংলাদেশে বিএনপি’র মতো সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তুলবো। বিএনপির মতো যুদ্ধাপরাধীদের দোসর, যারা বাংলাদেশের অস্তিতকে বিশ্বাস করে না, তাদের নির্বাচনে আসার দরকার নেই। দরকার হলে তারা পাকিস্তানে গিয়ে নির্বাচন করুক। আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল নয়, এ দেশের মাটি ও মানুষের সংগঠন। 

তিনি আরো বলেন, বাংলাদেশে বিএনপি ছাড়াও একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন হয়।  

এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে বিপুল ভোটে বিজয় করতে যুবলীগ সহ সকল দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন।

পথ সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ সভাপতি মো. ইসমাইল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, ঢাকা মহানগর উত্তর যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, নরসিংদী জেলা যুবলীগ সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, জেলা যুবলীগ সহ-সভাপতি সামসুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী রিপন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামীম পারভেজ, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান খাঁন, উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, জেলা পরিষদ সদস্য মিরাজ মাহমুদ মেরাজ, বেলাব উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু, সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিক, চর উজিলাব ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম সম্রাটসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here