অঙ্কন-জাকেরের ব্যাটে লড়াকু পুঁজি পেল নোয়াখালী

0
অঙ্কন-জাকেরের ব্যাটে লড়াকু পুঁজি পেল নোয়াখালী

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে শুরুতেই ধাক্কা খেলেও অঙ্কন ও জাকেরের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পেল নোয়াখালী এক্সপ্রেস। সিলেট টাইটান্সের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলেছে দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেট টাইটান্স নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠায়। তবে শুরুটা ভালো করেনি নোয়াখালী।  ওপেনার মাজ সাদাকাত ও হাবিবুর রহমান সোহান রানের খাতা না খুলেই ফিরেন। তিন নম্বরে নেমে হায়দার আলীও শূন্য রানে আউট হলে চাপে পড়ে যায় নোয়াখালী।  পাওয়ারপ্লে শেষে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ওঠে মাত্র ২৮ রান।

পরে ইনিংস গড়ার দায়িত্ব নেন মাহিদুল ইসলাম অঙ্কন ও সৈকত আলী। দুজনের জুটিতে কিছুটা স্বস্তি ফেরে। ২৯ বলে ২৪ রান করে বিদায় নেন সৈকত। পরে সাব্বির হোসেন ১৫ বলে ১৫ রান যোগ করেন।

শেষদিকে ইনিংসে গতি আনেন জাকের আলী অনিক। অঙ্কনের সঙ্গে জুটি বেঁধে উইকেটের চারপাশে আকর্ষণীয় সব শট খেলেন তিনি। জাকের ১৭ বলে ২৯ রান করে আউট হলেও ততক্ষণে দলের সংগ্রহ লড়াইয়ের জায়গায় নিয়ে যান। অপরপ্রান্তে একাই লড়ে যান অঙ্কন। শেষ বলে ছক্কা হাঁকিয়ে নিজের ফিফটি পূর্ণ করেন তিনি। ৫১ বলে ৬১ রানের অপরাজিত ইনিংসে ভর করে নোয়াখালী নির্ধারিত ২০ ওভারে তোলে ১৪৩ রান।

সিলেট টাইটান্সের হয়ে খালেদ আহমেদ ৪ উইকেট শিকার করেন। এছাড়া সাইম আইয়ুব নেন ২টি এবং মোহাম্মদ আমির ১টি উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here