বেইলি রোডের অগ্নিকাণ্ডে প্রাণ হারানো মানুষদের স্মরণে বিপিএলের ফাইনাল ম্যাচে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এই দুর্ঘটনায় প্রায় অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের মধ্যকার ফাইনালের আগে দুই দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন। তাদের সাথে একাত্মতা জানিয়েছেন গ্যালারির দর্শকরাও।
খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে নিহতদের স্মরণে দাঁড়িয়ে যান। দর্শক, গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট সকলেই অংশ নেন এই উদ্যোগে। এই সময় জায়ান্ট স্ক্রিনে এক মিনিট নীরবতা লেখা ভেসে উঠে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। শুক্রবার পাওয়া সর্বশেষ তথ্যানুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।