অখ্যাত প্লিমাউথের কাছে হেরে লিভারপুলের বিদায়

0

মৌসুমের সবচেয়ে বড় অঘটনটিই ঘটল এফএ কাপে। চতুর্থ রাউন্ডে প্লিমাউথ আর্গাইরেলর কাছে ১-০ গোলে হেরে বিদায় নিল লিভারপুল। তাতে এক মৌসুমে চার শিরোপা জয়ের স্বপ্ন ভাঙল তাদের। চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ আর লিগ কাপ (ফাইনালে পৌঁছেছে) শিরোপার আশা থাকলেও এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে ছিটকে যেতে হল তাদের।

অতি আত্মবিশ্বাসের কারণেই হয়তো প্লিমাউথের বিপক্ষে ১০টি পরিবর্তন এনে খেলতে নেমছিল অলরেডসরা। তবে আর্না স্লাটের সেই সিদ্ধান্ত ভুল প্রমাণ করে দ্বিতীয় বিভাগের সবার নিচে থাকা দলটি তুলে নেয় ১-০ ব্যবধানের ঐতিহাসিক এক জয়। ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্লিমাউথের স্কোরশিট খোলেন রায়ান হার্ডি। সেটাই শেষ পর্যন্ত হয়েছে ব্যবধান।

এই পরাজয়ের ফলে এবারের মৌসুমে লিভারপুলের ঐতিহাসিক চারটি শিরোপা বা ‘কোয়াড্রুপল’ জয়ের স্বপ্ন ভেঙে গেল। বর্তমানে চ্যাম্পিয়নশিপের তলানিতে থাকা প্লিমাউথ এই ম্যাচে ছিল স্পষ্টভাবে আন্ডারডগ। তবে নিজেদের মাঠ হোম পার্কে দারুণ পারফরম্যান্স দেখিয়ে বড় চমক দেখিয়েছে দলটি। দ্বিতীয়ার্ধে রায়ান হার্ডির করা পেনাল্টিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

বৃহস্পতিবার লিগ কাপে লিভারপুলের যে দলটি টটেনহামে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে, সেই দলে ১০ জনই ছিলেন না আজ প্রথম একাদশে। মোহাম্মদ সালাহ, ভার্জিল ফন ডাইক ও কোডি গাকপোরা তো বদলির তালিকাতেও ছিলেন না। তবু কম ভয়ংকর ছিল না দলটির আক্রমণভাগ। লুইস দিয়াজ, দিয়োগো জোতা ও ফেদেরিকো কিয়েসারা তো ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মৌসুমের চতুর্থ হারটি এফএ কাপ থেকে বিদায় করে দিল লিভারপুলকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here