২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘বারসাত’ সিনেমার কথা মনে আছে? যে সিনেমায় অভিনয় করেছিলেন ববি দেওল, প্রিয়াঙ্কা চোপড়া এবং বিপাশা বসু। ত্রিকোণ প্রেমের কাহিনি বক্স অফিসে বেশ হিটও করেছিল। কিন্তু জানেন কি এই সিনেমায় ববি নয়, প্রথমে অভিনয় করার কথা ছিল অভিনেতা অক্ষয় কুমারের। কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে আসেন।
সিনেমা মুক্তির ২০ বছর পরে ছবির নেপথ্যে লুকিয়ে থাকা গোপন কথা ফাঁস করলেন ছবির পরিচালক সুনীল দর্শন। তিনি জানিয়েছেন প্রথমে ববির অভিনয় করারই কথা ছিল না। সম্প্রতি এক সাক্ষাত্কারে সবটা ফাঁস করলেন পরিচালক। সাক্ষাত্কারে সুনীল বলেন, অক্ষয় এবং প্রিয়াঙ্কার অভিনয় করার কথা ছিল। পাঁচ দিন শুটিং করার পর অক্ষয় আমায় ফোন করেন একটা মিটিংয়ের জন্য। সেখানেই সমস্যার কথা জানতে পারি।
পরিচালক জানান, সেই সময় ববিব ম্যানেজারও অনুরোধ করেছিলেন যাতে তিনি অভিনেতাকে নিয়ে একটা ছবি তৈরি করেন। তখন তিনি ববিকে অপেক্ষা করতে বলেছিলেন। দর্শন বলেন, অক্ষয় কোনও গন্ডগোল করে ফেলেছিল তাই ছবি থেকে বেরিয়ে যায়।
সুনীল দর্শন বলেন, প্রিয়াঙ্কা ও অক্ষয়ের মধ্যে একসময় কাজের কোনও অস্বস্তি ছিল না। তারা একসঙ্গে একের পর এক সফল ছবি করেছেন। তারা দুইজনই খুব স্বচ্ছন্দ ছিল একে অপরের সঙ্গে। এমনকি ‘অ্যাইত্রাজ’ ছবিতেও একসঙ্গে কাজ করেছেন। প্রিয়াঙ্কা প্রথমে এই ছবিটি করতে চাইছিল না, কারণ সেখানে তাকে নেতিবাচক চরিত্রে প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে আমি স্ক্রিপ্ট দেখে বুঝি, ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটিই আসলে তার। সঙ্গে সঙ্গে তাকে অফিসে ডেকে এনে ছবিটি সই করাই।’
তবে সমস্যা শুরু হয় ২০০৫ সালের ‘বারসাত’ ছবির শুটিং চলাকালে। এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ অভিনয় করার কথা ছিল। প্রযোজক জানান, ‘আমরা টাইটেল ট্র্যাক পর্যন্ত শুট করে ফেলেছিলাম অক্ষয় ও প্রিয়াঙ্কাকে নিয়ে। কিন্তু তারপর পর্দার আড়ালে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায়, যখন আমি বুঝে যাই- একসঙ্গে দু’জনকে নিয়ে এই ছবি আর এগোনো সম্ভব নয়। আমাকে যেকোনও একজনকে বেছে নিতে হবে।
কঠিন সেই সিদ্ধান্ত প্রসঙ্গে সুনীল দর্শনের স্পষ্ট বক্তব্য, ভুল যদি কেউ করে থাকে, তাহলে তার জন্য কেন একজন নারী শিল্পীকে ভুগতে হবে? আমার যুক্তি ছিল খুব পরিষ্কার- আমি প্রিয়াঙ্কার সঙ্গেই যাব। সিদ্ধান্তটা আমার জন্যও খুব কষ্টের ছিল। অনেক শুট ইতিমধ্যেই হয়ে গিয়েছিল, সবটাই বাতিল করতে হয়। এরপর আমার এক বন্ধুর পরামর্শে ছবিতে অক্ষয়ের জায়গায় নেওয়া হয় ববি দেওলকে।
পরবর্তীতে এই প্রকল্প থেকে সরে যান ক্যাটরিনা কাইফও। তার জায়গায় অভিনয়ের সুযোগ পান বিপাশা বসু। এই ঘটনার পর আর কখনও একসঙ্গে কাজ করেননি অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘মুঝছে সাদি করোগি’, ‘ওয়াক্ত’, ‘আন্দাজ’, ‘অ্যাইতরাজ’র মতো জনপ্রিয় সিনেমাতে।
সুনীল দর্শনের এই মন্তব্যে পুরনো সেই গুঞ্জন আবার নতুন করে আলোচনায় ফিরে এলো বলিউডে।

