গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে যে নজিরবিহীন অভিযান চালিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে, তা ইসরায়েলের জন্য গাজায় অমানবিকতার লাইসেন্স হতে পারে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তেল আবিবে এক প্রেস কনফারেন্সে এই মন্তব্য করেন।
ব্লিংকেন বলেন, “৭ অক্টোবর ইসরায়েলিদের সঙ্গে সবচেয়ে ভয়ঙ্করভাবে অমানবিক আচরণ করা হয়েছে। এরপর থেকে জিম্মি সঙ্গে প্রতিদিনই অমানবিক আচরণ করা হচ্ছে। কিন্তু এটি অন্যদের সঙ্গে অমানবিক আচরণ করার জন্য ইসরায়েলের লাইসেন্স হতে পারে না।”
ব্লিংকেন আরও বলেন, “৭ অক্টোবরের হামলার সঙ্গে গাজার অধিকাংশ মানুষের কোনও সম্পর্ক নেই।” সূত্র: আল জাজিরা