৫ দিন ভারি বৃষ্টির সতর্কতা, ১০ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

0
৫ দিন ভারি বৃষ্টির সতর্কতা, ১০ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর বিভাগ এবং ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা প্রদেশে ২০ আগস্ট (বুধবার) থেকে ২৪ আগস্ট (রবিবার) পর্যন্ত ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

স্থানভেদে ২০০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বিস্তারিত পূর্বাভাস

উত্তরাঞ্চল:
২০ থেকে ২২ আগস্ট পর্যন্ত তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারী, লালমনিরহাট জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ-পূর্বাঞ্চল:
২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ফেনী, মুহুরী, সিলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরী, নোয়াখালী খাল, রহমতখালি খাল নদীর পানি বৃদ্ধি পাবে। এর প্রভাবে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

উত্তর-পূর্বাঞ্চল:
একই সময়ে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লোভাছড়া, জাদুকাটা, ঝালুখালি নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হবে। এতে সিলেট, সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

পাউবো জানিয়েছে, নদী সংলগ্ন এলাকাবাসীকে অগ্রিম সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here