হামলার পর ফরদোর পরিস্থিতি দেখতে গিয়েছিল ইসরায়েলি এজেন্টরা: ট্রাম্প

0
হামলার পর ফরদোর পরিস্থিতি দেখতে গিয়েছিল ইসরায়েলি এজেন্টরা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের ফরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইসরায়েলকে সেখানে এজেন্ট পাঠানোর পরামর্শ দিয়েছিলাম।

তিনি জোর দিয়ে বলেছেন যে, হামলা সফল হয়েছে এবং ইরান যদি তাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করে আবারও সেখানে হামলা চালাব।

নেদারল্যান্ডসের ‘দ্য হেগে’ ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প ফরদোতে বোমা হামলার বিষয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, “আপনারা জানেন যে, তাদের (ইসরায়েল) কিছু লোক সেখানে প্রবেশ করেছে এবং তারা বলেছে যে, এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।”

ট্রাম্প বলেন, “আমি বুঝতে পেরেছি, ইসরায়েল এখন এটি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছে এবং আমাকে বলা হয়েছে যে, তারা (এজেন্টরা) বলেছে- এটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আমি বিশ্বাস করি এটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আমি মনে করি তাদের (ইরান) কাছে সেখান থেকে কোনও কিছু বের করার সুযোগ ছিল না। কারণ আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছিলাম।”

উল্লেখ্য, ফাঁস হওয়া একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে যে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় তাদের ভূগর্ভস্থ উপাদান ধ্বংস হয়নি এবং বোমা হামলার আগেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগ মজুদ সেখান থেকে সরিয়ে ফেলা হয়। 

তবে হোয়াইট হাউস ওই রিপোর্টের তথ্য প্রত্যাখ্যান করেছে এবং তা ফাঁসের ঘটনায় নিন্দা জানিয়েছে।

এদিকে বুধবার ট্রাম্পের মন্তব্যের বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা কান পাবলিক ব্রডকাস্টারকে বলেন, হামলার পর ফরদো পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের কোনও অভিযানের বিষয়ে তারা অবগত নন। সূত্র: টাইমস অব ইসরায়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here