হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাডের মৃত্যু

0
হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাডের মৃত্যু

অস্কার মনোনীত মার্কিন অভিনেত্রী ডায়ান ল্যাড আর নেই। জনপ্রিয় অভিনেত্রী লরা ডার্নের মা এই বর্ষীয়ান অভিনেত্রী সোমবার (৩ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

১৯৩৫ সালের ২৯ নভেম্বর মিসিসিপির লরেল শহরে জন্মগ্রহণ করেন ল্যাড। তাঁর বাবা ছিলেন পশুচিকিৎসক প্রেস্টন পল ল্যাডনার এবং মা অভিনেত্রী মেরি বার্নাডেট ল্যাডনার। ছোটবেলা থেকেই অভিনয়, নাচ ও গান শিখে বড় হয়েছেন তিনি।

ডায়ান ল্যাডের দীর্ঘ অভিনয় জীবনে উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘অ্যালিস ডোনট লিভ হিয়ার অ্যানিমোর’, ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ও ‘র‍্যাম্বলিং রোজ’। ১৯৭৪ সালে মার্টিন স্করসেজির পরিচালনায় নির্মিত ‘অ্যালিস ডোনট লিভ হিয়ার অ্যানিমোর’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার মনোনয়ন পান।

এই সিনেমার ওপর ভিত্তি করে তৈরি টিভি সিরিজ ‘অ্যালিস’-এ অভিনয় করে তিনি ১৯৮১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

১৯৯১ সালে মেয়ে লরা ডার্নের সঙ্গে ‘র‍্যাম্বলিং রোজ’ ছবিতে অভিনয় করে মা-মেয়ে দুজনই একসঙ্গে অস্কার মনোনয়ন পান। লরা সেরা অভিনেত্রী হিসেবে এবং ল্যাড সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে।

তাঁর অন্যান্য জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘সামথিং উইকেড দিস ওয়ে কামস’ (১৯৮৩), ‘ঘোস্টস অব মিসিসিপি’ (১৯৯৬), ‘২৮ ডেজ’ (২০০০), ‘জয়’ (২০১৫) এবং ‘গিগি অ্যান্ড নেট’ (২০২২)। টেলিভিশনে তিনি অভিনয় করেছেন ‘কিংডম হসপিটাল’ ও ‘চেসাপিক শোরস’ সিরিজে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here