সৌম্য না থাকা ও নাঈমের ফেরা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

0
সৌম্য না থাকা ও নাঈমের ফেরা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৩ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

দল ঘোষণার পর সবচেয়ে আলোচিত খবর, দলে মোহাম্মদ নাঈম শেখের প্রত্যাবর্তন এবং সৌম্য সরকারের বাদ পড়া।

প্রায় দুই বছর পর জাতীয় ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ। নির্বাচকদের মতে, সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তার ধারাবাহিক পারফরম্যান্সই তাকে আবারও দলে ফিরিয়ে এনেছে। গত বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরেও ছিলেন রান তালিকার শীর্ষে।

সৌম্য সরকারের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠলেও নির্বাচকরা দল গঠনে ফর্ম ও সাম্প্রতিক পারফরম্যান্সকেই প্রাধান্য দিয়েছেন বলে জানান।

নাঈম শেখকে দলে ডাকার কারণ জানিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘ওপেনার পজিশনটা স্পেশালিস্ট জায়গা। আমরা তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো এবং অ্যাভেইলেবল অপশন খুঁজছিলাম। সেই আলোকে নাঈম শেখ দলে এসেছে।’

এদিকে সৌম্য সরকার দল থেকে বাদ পড়ার মূল কারণে তার অধারাবাহিক পারফরমেন্স। লিপু বলেন, ‘সৌম্য ইনজুরিতে পরে অনেক ম্যাচ খেলতে পারেনি, পারফরম্যান্স খুব একটা ভালো না। নাঈম তার চেয়ে ভালো করছে এখন, তাই তাকে বিবেচনা করেছি, তবে সৌম্য ভালো প্লেয়ার আবারও দলে ফিরবে।’  

দলে জায়গা হয়নি নুরুল হাসান সোহানেরও। তবে জিএসএলে তিনি খেলবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘সোহান ভালো প্লেয়ার, সুযোগ আছে তার। তবে লিটন ক্যাপ্টেন তাই তাকে দলে নিতে হয়েছে। সোহান এখানে না খেললেও জিএসএল খেলবে। সামনে আমাদের আরও সিরিজ আছে, সোহান আমাদের মাথায় আছে।’  

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামিম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here