সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

0
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী যাত্রী এবং ওই মাইক্রোবাসের চালক। এসময় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ থানাধীন শেরপুরস্থ মডেল বাজারে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।

নিহত নারী যাত্রীর নাম আনোয়ারা বেগম। তার বাড়ি পাবনায়। আর চালক নাঈম আহমদ জয় সিলেট নগরীর সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য।

জানা যায়, সিলেট থেকে বাসা পরিবর্তন করে ঢাকায় যাচ্ছিলেন আনোয়ার বেগম ও তার পরিবার। বুধবার ভোরে তারা নাঈম আহমদ জয়ের গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। পথিমধ্যে মডেল বাজারে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের ওসি পরিমল দেব জানান, মাইক্রোবাসটিতে চালকসহ ছয়জন ছিলেন। এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে এবং বাকি যাত্রীরা আহত। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here