সাভারে তিতাসের অভিযান, ৩টি ওয়াশিং ফ্যাক্টরির সংযোগ বিচ্ছিন্ন 

0

রাউফুর রহমান পরাগ :  সাভারে ৩টি ওয়াশিং ফ্যাক্টরির অবৈধ ভাবে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পি,এল,সি সাভার জোনাল বিপণন অফিস।

সোমবার (২৩ জুন) সকালে সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়নের ভরাড়ি এলাকায় বেস্ট ড্রেস ওয়ার ওয়াশিং লিমিটেড কে ১ লাখ টাকা, তেঁতুলঝোড়া কলেজ রোডে আল আকসা ওয়াশিং প্লান্টকে ৫০ হাজার টাকা ও তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া লেটেস্ট ওয়াশ নামের একটি কারখানায় অভিযান পরিচালনা করতে গেলে কর্তৃপক্ষরা পালিয়ে যায় কিন্তু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ।  দুটি ফ্যাক্টরিতে মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ,সিনিয়র সহকারী সচিব মনিজা খাতুন ।

এসময় অবৈধ পাইপলাইন তুলে নেওয়া হয় । এমন অভিযান অব্যাহত থাকবে এবং প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে বলেও জানাচ্ছে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ,সিনিয়র সহকারী সচিব মনিজা খাতুন ।

অভিযান পরিচালনাকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন  ব্যবস্থাপক, প্রকৌশলী তোফিক এলাহি সবুজ , প্রকৌশলী মাহমুদ হোসেন আলমগীর , প্রকৌশলী জাকারিয়া আবেদ, তৌহিদুল ইসলাম, প্রকৌশলী মামুন অর রশিদ সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ। 

যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার মডেল থানার উপ পরিদর্শক মোঃ কাদের শেখ ও মশিউর রহমানের নেতৃত্বে অসংখ্য পুলিশ সদস্য উপস্থিত ছিল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here