সাভারে আন্দোলনের মুখে দাবি মেনে নিল এনাম মেডিকেল কর্তৃপক্ষ

0

রাউফুর রহমান পরাগ : আন্দোলনের মুখে স্টাফদের দাবি মেনে নিয়েছে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বেতন কাঠামোসহ নানা দাবিতে হাসপাতালের স্টাফরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করে। এতে প্রায় সাড়ে চার ঘন্টা হাসপাতালে জনবল সংকটে চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হয়।

হাসপাতালের স্টাফরা জানান, বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সকাল ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সহস্রাধিক স্টাফ কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। 

এসময় স্টাফরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিলে এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত নেয়। পরে হাসপাতালে সহায়ক জনবলের অভাবে ব্যাহত চিকিৎসা সেবা পুরোপুরি স্বাভাবিক হয় বলে জানান হাসপাতালের স্টাফরা।

এদিকে, সকাল থেকেই হাসপাতাল এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here