সাভারের মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালনা 

0

আখতার রাফি : শব্দ দূষণ রোধে সাভারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা  আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ জানান, মহাসড়কে পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর কঠোর হয়েছেন। এর অংশ হিসেবে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বলিয়ারপুর এলাকায় শব্দ দূষণ রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিনি । এসময় শব্দ দূষণের অভিযোগে সাতটি পরিবহনকে নগদ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উন্মুক্তভাবে মহাসড়কে ট্রাকে করে বালি বহনের অভিযোগে তিনটি ট্রাক জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here