সাবেকদের অনুপ্রেরণায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে উদ্যোগ

0
সাবেকদের অনুপ্রেরণায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে উদ্যোগ

কুমিল্লার লালমাই উপজেলার শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে সাবেক সফল শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় মানসম্মত ফলাফল অর্জন ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করতে শনিবার বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। তারা শিক্ষার্থীদের উদ্দেশে কঠোর পরিশ্রম, সততা ও নৈতিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এসসিআরডিপি প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. আবদুস সাত্তার, চাঁদপুরের কচুয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান মো. সোলায়মান, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) উপপরিচালক ড. মো. আয়েত আলী, ঢাকা প্রসার্স গ্রুপ অব কোম্পানিজের সিইও আর ডি রণি, কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোহাম্মদ হাবিবুর রহমান, কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডা. মো. সাহিদুর রহমান চৌধুরী, উদ্দীপন বাগমারার প্রতিষ্ঠাতা মো. কামাল হোসেন, অভিভাবক সদস্য কাজী আবুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন বিদ্যালয়ের খণ্ডকালীন ইংরেজি শিক্ষক মো. আবদুর রব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের সমস্যা ও মতামত তুলে ধরেন।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র রায়, শিক্ষক প্রতিনিধি মো. আবদুল করিম, নুরুন নবী ও আবদুল মমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here