সাজিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এষার

0
সাজিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এষার

বলিউডের বিতর্কিত পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী এষা গুপ্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, একটি চলচ্চিত্রের শ্যুটিংয়ের সময় পরিচালক সাজিদ খানের সঙ্গে তার এতটাই তীব্র ঝগড়া হয় যে তা গালিগালাজ পর্যন্ত গড়ায়। এমন পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ায় ছবির কাজ মাঝপথে ছেড়ে দেন তিনি।

এষার ভাষ্য, “অনেক ঝগড়া হয়েছিল। সাজিদের সঙ্গে আমার কোনো দিনই সুসম্পর্ক ছিল না। কেউ যদি প্রকাশ্যে গালাগালি করে, তা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ভালো ব্যবহার তো খুব সাধারণ একটি ব্যাপার, কিন্তু কিছু মানুষ সেটা ভুলে যান।”

তিনি আরও জানান, পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে তিনি শ্যুটিং সেট ছেড়ে চলে যান এবং সিদ্ধান্ত নেন, আর এই ছবিতে কাজ করবেন না। তবে প্রযোজক পরে ফোন করে তার কাছে ক্ষমা চান। কিছুদিন পর সাজিদ খান নিজেও ফোন করে ক্ষমা চান বলে জানান এষা।

বিতর্ক নিয়ে অভিনেত্রী বলেন, “আমি আর এই বিষয় নিয়ে কথা বলতেই চাই না। কিছু মানুষ কথা বলার আগে একবারও ভাবে না—হয়তো নানা কারণে মাথা গরম থাকে।”

সাজিদ খান এর আগেও বিভিন্ন সময় নারী সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিতর্কে জড়িয়েছেন। মি টু আন্দোলনের সময় একাধিক অভিনেত্রী তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here