সাগর জাহানের নতুন ধারাবাহিক ‘বিদেশ ফেরত’

0
সাগর জাহানের নতুন ধারাবাহিক ‘বিদেশ ফেরত’

বিদেশ থেকে ফিরে আসা মানুষের জীবন আর প্রেম-বিয়ের নানা টানাপড়েন নিয়ে তৈরি হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘বিদেশ ফেরত’।

নাটকটি দেখা যাবে আরটিভিতে। প্রতি সপ্তাহের মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ১০টায় নাটকটি প্রচারিত হবে। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান।

নাটকের চিত্রনাট্যে দেখা যাবে- পরাণপুর গ্রামের বকুল মালয়েশিয়ায় তিন বছর কাটিয়ে হাতে শুধু একটি পানির বোতল নিয়ে গ্রামে ফেরেন। গ্রামে আগে মানুষ তাকে ‘ফাটাফাটি বকুল’ নামে ডাকত। বিদেশ থেকে ফেরার পর গ্রামবাসী এখন তাকে ঠাট্টা করে ডাকে ‘বোতল বকুল’। বকুলকে ভালোবাসে লায়লা, কিন্তু বকুল লায়লাকে বিয়ে করতে চায় না। তাই এক ফন্দি এঁটে গ্রামে সালিশ বসিয়ে বকুল-লায়লার বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিয়ের দিন মালয়েশিয়া থেকে হাজির হয় তরুণী আদিলাহ। সে দাবি করে বকুল তার স্বামী। আর এতে গ্রামজুড়ে শুরু হয় কানাঘুষা ও নতুন ঝামেলা। শুধু বকুল নয়, আমেরিকা ফেরত ‘জ্যাকস’, যার আসল নাম জাকির। তাদের প্রবাসজীবনের ব্যর্থতা, সামাজিক চাপ আর প্রেমঘটিত হাস্যকর পরিস্থিতিতেই এগিয়ে যাবে ধারাবাহিক নাটক ‘বিদেশ ফেরত’।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসাইন, মুনমুন আহমেদ, সাদ্দাম মাল, মুকিত জাকারিয়া, সাদিয়া কানিজ, আরফান আহমেদসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here