সাইম ও নওয়াজের ব্যাটে পাকিস্তানের টানা দ্বিতীয় জয়

0
সাইম ও নওয়াজের ব্যাটে পাকিস্তানের টানা দ্বিতীয় জয়

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে রয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে হারিয়েছে বাবর আজমের দল। যদিও আমিরাতের আসিফ খান ব্যাট হাতে একাই লড়াই চালিয়ে যান, তবে তার বিধ্বংসী ইনিংসও স্বাগতিকদের পরাজয় এড়াতে পারেনি।

শনিবার (৩০ আগস্ট) শারজাহতে টস জিতে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান। সাইম আইয়ুব ও হাসান নওয়াজের ঝড়ো অর্ধশতকের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে অলআউট হওয়ার আগে ২০৭ রানের বিশাল স্কোর গড়ে তারা। ওপেনার সাইম আইয়ুব ৩৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় করেন ৬৯ রান। অপর ওপেনার হাসান নওয়াজ ২৬ বলে ২ চার ও ৬ ছক্কায় করেন ৫৬ রান। এছাড়া মোহাম্মদ নওয়াজ ১৫ বলে ২৫ রান যোগ করেন।

আমিরাতের হয়ে জুনাইদ সিদ্দিক ও সগির খান নেন ৩টি করে উইকেট। হায়দার আলী নেন ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দ্রুত শুরু করে আমিরাত। ৪.১ ওভারে দলের স্কোর দাঁড়ায় ৩৯ রানে। তবে এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ওপেনার মোহাম্মদ জোহাইব ১৪ বলে ১৩ রান করে মোহাম্মদ নওয়াজের শিকার হন। অপর ওপেনার মোহাম্মদ ওয়াসিম রানআউট হওয়ার আগে ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করেন।

এক পর্যায়ে মাত্র ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে ছয় নম্বরে নেমে হাল ধরেন আসিফ খান। একপ্রান্তে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যান তিনি। মাত্র ৩৫ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ব্যাটার। তবে তার এই ইনিংস কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। ইনিংসের ২০তম ওভারে আউট হয়ে যান তিনি।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান তুলতে সক্ষম হয় আমিরাত। পাকিস্তানের হয়ে হাসান আলী ৪ ওভারে ৪৭ রান দিয়ে নেন ৩ উইকেট। নওয়াজ ২টি ও সালমান মির্জা ও সাইম আইয়ুব ১টি করে উইকেট শিকার করেন।

এই জয়ের মাধ্যমে ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিল পাকিস্তান, অন্যদিকে টানা দ্বিতীয় হারে পয়েন্ট টেবিলের নিচে রয়ে গেল সংযুক্ত আরব আমিরাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here