শ্রীপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

0
শ্রীপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির কর্মী সমাবেশ শনিবার (৩০ আগস্ট) বিকেলে দারগার চালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি সমাবেশকে প্রাণবন্ত করে তুলেছে।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

এসময় আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, যুগ্ন-আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, মোক্তারুল করিম মড়ল শামিম, বিএনপি নেতা এস এম মাহফুল হাসান হান্নান, নজরুল ইসলাম সেলিম, আবুল হোসেন প্রধান, অ্যাডভোকেট আহসান কবির, খোকন প্রধান, শাহজাহান সজল, ছাত্রদল নেতা মামুন আকন্দ, আজিজুল হক রাজনসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “দলের সকল স্তরের নেতাকর্মীকে একত্রিত করে দলের কার্যক্রম আরও জোরদার করা হবে। কর্মী ও নেতাদের মধ্যে ঐক্যবদ্ধতা বজায় রাখাই দলের শক্তি বৃদ্ধি করবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here