শৈশবের ক্লাবে ম্যারাডোনার মতো সম্মান মেসিকে

0
শৈশবের ক্লাবে ম্যারাডোনার মতো সম্মান মেসিকে

শৈশবের অনেকটা সময় যে ক্লাবে কাটিয়েছেন লিওনেল মেসি, সেই নিওয়েল’স ওল্ড বয়েজ তাদের মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামের নতুন স্ট্যান্ডের নামকরণ করেছে আর্জেন্টাইন মহাতারকার নামে। 

ফুটবল জাদুকরের ৩৮তম জন্মদিনে তাকে এই সম্মাননা দিয়েছে ক্লাবটি। আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়েগো দিয়াগো ম্যারাডোনার নামেও এই স্টেডিয়ামে একটি স্ট্যান্ড আছে। নিওয়েল’সের হয়ে ১৯৯৩-৯৪ মৌসুমে খেলেছিলেন  ম্যারাডোনা।

ইতিহাসের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম মেসি গত মঙ্গলবার ৩৮ বছর পূর্ণ করেন। রসারিওর ক্লাব নিওয়েল’স ক্লাবে ৬ বছর বয়সে যোগ দেন মেসি। ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি দেওয়ার আগ পর্যন্ত ক্লাবটির যুব দলে খেলেন তিনি।

ক্লাবটি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছে- কোলোসো (মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামের আগের নাম) আজ নতুন একটি পাতা যোগ করেছে। ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী দুই নাম প্রথমবারের মতো একই ছাদের নিচে; আমাদের।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা। কাতারের সেই আসরে লাতিন আমেরিকার দলটিকে নেতৃত্ব দেন মেসি। তার অধিনায়কত্বে দুইটি কোপা আমেরিকাও জিতেছে আর্জেন্টিনা।

রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী মেসির নামের নতুন স্ট্যান্ড নিওয়েল’স স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা বাড়িয়ে করবে ৫০ হাজার। নিওয়েল’সের ঘরের মাঠ এল কোলোসো নামে পরিচিত। ২০০৯ সালে আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও কোচ বিয়েলসার নামে এর নামকরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here