র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন তাইজুল

0
র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন তাইজুল

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারলেও বল হাতে ভালো করেন তাইজুল ইসলাম। সেটির প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়েও। আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার।

বুধবার পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তথ্য প্রকাশ করেছে আইসিসি। তাইজুল আছেন ১৬ নম্বরে। ক্যারিয়ার সেরা অবস্থান থেকে এক ধাপ নিচে আছেন ৩৩ বছর বয়সী স্পিনার। ২০২৩ সালে ১৫ নম্বরে উঠেছিলেন তিনি।

কলম্বো টেস্টে একমাত্র ইনিংসে ১৩১ রানে ৫ উইকেট নেন তাইজুল। তার ৫৫ টেস্টের ক্যারিয়ারে ইনিংসে পাঁচ উইকেটের ১৭তম ঘটনা এটি।

বাংলাদেশের বোলারদের মধ্যে কলম্বোয় উইকেটশূন্য মেহেদী হাসান মিরাজ তিন ধাপ পিছিয়ে নেমেছেন ২৫ নম্বরে। ৩ উইকেট নেওয়া অফ স্পিনার নাঈম হাসান আছেন আগের মতোই ৪৩ নম্বরে। কলম্বোতে খেলা বাংলাদেশের দুই পেসারের একজন ইবাদত আছেন আগের মতোই ৭৭ নম্বরে। নাহিদ রানা সাত ধাপ পিছিয়ে নেমে গেছেন ৮২ নম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here