রূপগঞ্জে জলাবদ্ধতায় পানিবন্দী পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0
রূপগঞ্জে জলাবদ্ধতায় পানিবন্দী পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ জলাবদ্ধতায় পানিবন্দী আড়াই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ঈদগা মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় জলাবদ্ধতা নিরসনে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অর্থায়নে সেচ সুবিধায় দুটি পাম্প যন্ত্র উদ্বোধন করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল আলম, রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিনসহ অনেকে।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, রূপগঞ্জে এমন জলাবদ্ধতা কখনো হয়নি। পাউবো খালগুলো বেদখল হওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। তাই খালগুলো পরিচ্ছন্ন রাখার দাবি জানাচ্ছি। পরিবেশ নষ্ট করলে আমরা আইনি শাস্তি দিতে বাধ্য হবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here