রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত

0
রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা শাখার ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় রাজবাড়ী উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হাফিজুল ইসলাম। উদ্বোধনের পর একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদীচী কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিবি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিয়া। সভায় বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি জ্যোতি শঙ্কর ঝন্টু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক শুশান্ত রায়, জাসদ জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাস, সিপিবির সাবেক সভাপতি আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক বাবন চক্রবর্তী এবং উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে দুপুরে শুরু হয় কাউন্সিল অধিবেশন। এতে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পাশাপাশি আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here