পটুয়াখালীর রাঙ্গাবালীতে ট্রলার থেকে নদীতে পড়ে আল-আমিন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরমোন্তাজ লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আল-আমিন গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের বাসিন্দা সিরাজ খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের আসাদুল প্যাদার মালিকানাধীন ‘এমবি আসাদুল’ নামের একটি মাছ ধরার ট্রলার পাঁচদিন আগে সাগরে যায়। মাছ ধরা শেষে ট্রলারটি চরমোন্তাজ লঞ্চঘাটে পৌঁছালে, ঘাটে নোঙর করার সময় অসাবধানতাবশত বুরাগৌরাঙ্গ নদীতে পড়ে যান জেলে আল-আমিন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখনও পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।