রাঙামাটি ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

0
রাঙামাটি ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

রাঙামাটি ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জেলা ক্লাব অ্যাসোসিয়েশন। আজ বুধবার (২৫ জুন) বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক চত্বরে জেলা ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে রাঙামাটির বিভিন্ন স্তরের ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. মামুনুর রশিদ মামুন।

জেলা ক্লাব অ্যাসোসিয়েশন আহ্বায়ক মাহবুবুল বাসেত অপুর সভাপতিত্বে এতে রাঙামাটি জেলা ছদক ক্লাবের সভাপতি প্রীতিময় চাকমা, প্রতিভাস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, ব্রাদার্স ক্লাবের আহ্বায়ক সদানন্দ চাকমা, ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রনেন চাকমা উপস্থিত ছিলেন।

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. মামুনুর রশিদ মামুন বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটি বাতিল করা না হলে তালাবদ্ধ করা হবে ক্রীড়া কার্যালয়।’ 

তিনি বলেন, ‘ফ্যাসিস্টের দোসরদের নিয়ে আবারও নতুনভাবে গঠন করা হয়েছে রাঙামাটি ক্রীড়া সংস্থার এডহক কমিটি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ কমিটির সদস্যরা রাঙামাটির ক্রীড়াঙ্গনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল।’ 

অবিলম্বে নবগঠিত এডহক কমিটি বাতিল করে যোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন করে এডহক কমিটি গঠন করার জন্য ক্রীড়া উপদেষ্টার কাছে জোর দাবি জানান তিনি। 

মানববন্ধন শেষে রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লার হাতে একটি স্মারকলিপি প্রদান করেন জেলা ক্লাব অ্যাসোসিয়েশনের নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here