যুক্তরাষ্ট্র গোটা অঞ্চলকে নিরাপত্তাহীন রাখতে চায়: পেজেশকিয়ান

0
যুক্তরাষ্ট্র গোটা অঞ্চলকে নিরাপত্তাহীন রাখতে চায়: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানের ওপর হামলার সবুজ সংকেত দিয়ে এবং পরবর্তীতে আগ্রাসী যুদ্ধে যোগ দিয়ে পশ্চিম এশিয়া অঞ্চলকে নিরাপত্তাহীন রাখতে চাইছে।

পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক টেলিফোন আলাপে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে, মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে, ইসলামিক দেশগুলোর সম্পদ লুণ্ঠন করে এবং উন্নয়নের পরিবর্তে এই অঞ্চলে অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়ে অঞ্চলকে নিরাপত্তাহীন রাখার চেষ্টা করছে।

ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে দাবি করেছিল যে তারা আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি নিশ্চিত করতে চায় এবং ইসলামিক প্রজাতন্ত্র এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে আলোচনায় প্রবেশ করেছিল।

তবে, আলোচনা যত এগোতে থাকে, ততই স্পষ্ট হয়ে ওঠে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলি শাসনের সঙ্গে তাল মিলিয়ে চলছিল। পেজেশকিয়ান বলেন, প্রথমে তারা ভেবেছিল ইরান আলোচনা করতে রাজি নয়, যাতে তারা বিশ্বকে বলতে পারে যে ইসলামিক প্রজাতন্ত্র কথা বলতে অস্বীকার করেছে, কিন্তু আলোচনার সময় তারা বুঝতে পারে যে ইরানের যুক্তিতেজয়ী হচ্ছে, তাই তারা জায়নবাদী শাসনকে ইরানকে আক্রমণ করতে উস্কে দেয় এবং শেষ পর্যন্ত তারা নিজেরাই এই আগ্রাসন চালায়।

রবিবার সকালে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়ে ইসরায়েলের ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে যোগ দেয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত নিয়েই ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করেছে।

সূত্র: মেহের নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here