ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে উড়িয়ে দিল সিটি

0
ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে উড়িয়ে দিল সিটি

ম্যানচেস্টার ডার্বির নামের যে উত্তাপ, মাঠের লড়াইয়ে তার আঁচ লাগল না একটুও। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে রবিবার প্রিমিয়ার লিগের এ ম্যাচে প্রথম গোলটা করেন ফিল ফোডেন। চেনা রূপে ফেরার আভাস দিলেন তিনি। তবে রাতটা ছিল আসলে আর্লিং হলান্ডময়। পুরো মাঠজুড়ে খেলেছেন তিনি, দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন ইউনাইটেডকে। 

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় সিটি। ১৮তম মিনিটে জেরেমি ডকুর দুর্দান্ত ক্রস থেকে মাথা ছুঁয়ে গোল করেন ফিল ফোডেন। মৌসুমে প্রথমবার একাদশে সুযোগ পেয়েই গোলের দেখা পান ইংলিশ তারকা।

দ্বিতীয়ার্ধে ভয়ঙ্কর রূপে দেখা দেন হলান্ড। ৫৩তম মিনিটে ডকুর পাস থেকে চিপ শটে গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে পরাস্ত করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। এরপর ৬৮তম মিনিটে বার্নার্দো সিলভার থ্রু বল ধরে মাঝমাঠ থেকে দৌড়ে হ্যারি ম্যাগুইয়ারকে পেছনে ফেলে আবারও জালে বল জড়ান তিনি।

এই জয়ে ২ জয় ২ হারে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এলো ম্যানচেস্টার সিটি। অন্যদিকে হারের ফলে মৌসুমের শুরুটা আরও হতাশাজনক হয়ে উঠল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here