মেসির সঙ্গেই অবসর নিতে চান সুয়ারেজ

0
মেসির সঙ্গেই অবসর নিতে চান সুয়ারেজ

বার্সেলোনায় শুরু, তারপর বন্ধুত্ব, এখন আবার একই ক্লাবে খেলা—লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গল্প যেন কোনো সিনেমার চিত্রনাট্য। এবার ইন্টার মায়ামির হয়ে একসঙ্গে খেলার মাঝেই সুয়ারেজ জানালেন, ক্যারিয়ারের শেষটাও মেসির সঙ্গেই করতে চান তিনি।

মঙ্গলবার এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, “আমার মনে হয়, ক্যারিয়ারের এই পর্যায়ে আমরা দুজনেই যথেষ্ট পরিণত। একসঙ্গে অবসরের পরিকল্পনা আমাদের বহুদিন ধরেই চলছে। এটা হতে পারে।”

তবে শতভাগ নিশ্চিত নন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। বলেন, “সবকিছু নির্ভর করছে আমাদের চুক্তি নবায়ন ও পারিবারিক সিদ্ধান্তের ওপর। সময় হলেই আমরা সঠিক সিদ্ধান্ত নেব।”

২০২৪ সালের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম শেষে ইন্টার মায়ামির সঙ্গে মেসি ও সুয়ারেজের চুক্তি শেষ হবে। এখনো নতুন করে চুক্তির ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সুয়ারেজ আরও বলেন, “এখন আমি খুব খুশি, নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট। ইন্টার মায়ামিতে থাকতে পেরে গর্বিত। সামনে কী হয়, সেটাই দেখার বিষয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here