মেলবোর্নে বিশেষ সম্মাননা পাচ্ছেন আমির খান

0
মেলবোর্নে বিশেষ সম্মাননা পাচ্ছেন আমির খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান আবারও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ও প্রশংসিত সিনেমা ‘সিতারে জামিন পার’ এর সাফল্যের মাঝেই নতুন করে সম্মানিত হতে যাচ্ছেন এই অভিনেতা।

আগামী ১৪ থেকে ২৪ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন। এ উৎসবের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমির খান। তার দীর্ঘ অভিনয়জীবনের উল্লেখযোগ্য চলচ্চিত্র নিয়ে হবে বিশেষ আলোচনাসভা।

এছাড়া ‘সিতারে জামিন পার’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীও হবে ফেস্টিভ্যালে। প্রদর্শনীর পর ছবির পরিচালক আরএস প্রসন্ন ও আমির খান অংশ নেবেন দর্শকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে।

এই সম্মাননা প্রসঙ্গে আমির খান বলেন, “মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে পেরে আমি সত্যিই সম্মানিত ও আনন্দিত। এই উৎসব ভারতীয় চলচ্চিত্রের বৈচিত্র্য ও সমৃদ্ধিকে অসাধারণভাবে তুলে ধরে।”

তিনি আরও বলেন, “সিনেমার শক্তি উদযাপন এবং দর্শকদের সঙ্গে আমার প্রিয় সিনেমাগুলো নিয়ে আলোচনা করার অপেক্ষায় আছি। ‘সিতারে জামিন পার’-এর গল্প দর্শকদের হৃদয় ছুঁয়েছে, এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here