মুরাদনগরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

0
মুরাদনগরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি এলাকায় গণপিটুনিতে দুই নারীসহ তিন মাদককারবারি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন-রুবি আক্তার, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকী। গুরুতর আহত রুমাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঙ্গরাবাজার থানার ওসি মাহফুজুর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসাসহ এলাকায় ডাকাতি এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আজ সকালে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা করে গণপিটুনি দিলে তিনজন নিহত হয়। একজন গুরুতর আহত হয়। নিহতদের বিরুদ্ধে মুরাদনগর নবীনগর ও বাঙ্গরাবাজার থানায় একাধিক মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here