মালয়েশিয়ায় ২৪ লাখ কর্মী নিয়োগের সংবাদটি সত্য নয়:  রাষ্ট্রদূত শামীম আহসান

0
মালয়েশিয়ায় ২৪ লাখ কর্মী নিয়োগের সংবাদটি সত্য নয়:  রাষ্ট্রদূত শামীম আহসান

মালয়েশিয়ায় নতুন করে কলিং ভিসায় ২৪ লাখের বেশি বিদেশি কর্মী নিয়োগের যে তথ্য বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম প্রচার করেছে তা সঠিক নয় বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান।

স্থানীয় সময় সোমবার বিকালে মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান হাইকমিশনার।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের দেশের দায়িত্বশীল গণমাধ্যমগুলোর প্রবাসীদের নিউজ প্রচার করার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। ভুল তথ্য প্রচার হওয়ায় অনেক সময় আমাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো বাধার সন্মুখীন হয়। দূতাবাসকে তাদের মন্ত্রণালয়গুলোর নানান প্রশ্নের সন্মুখীন হতে হয়।

তিনি বলেন, বাস্তবতা হলো মালয়েশিয়ার মোট জনসংখ্যার ১০ ভাগ বিদেশি কর্মী নিয়োগ হলে ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন হবে, এই বিষয়ে নতুন করে ২০২৫ সালের মধ্যে ২ লাখের কিছু বেশি কর্মীর কোটা অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার সরকার। বাংলাদেশের অনেক গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ না করে তা ভিন্নভাবে প্রচার করেছে, যা খুবই দুঃখজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here