মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি

0
মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষাপটে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় রবিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে ভ্রমণ বিঘ্নিত হচ্ছে এবং বিভিন্ন সময় আকাশসীমা বন্ধ রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন পররাষ্ট্র দফতর নাগরিকদের পরামর্শ দিয়েছে, তারা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জেনে নেন।

সিএনএনে আরও বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে যেন তারা ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।
  
এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্ন মাত্রার সাইবার হামলা ও একক হামলাকারীর (লোন উলফ) আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিজ নাগরিকদের সতর্ক থাকা এবং নিয়মিত তথ্য হালনাগাদ রাখা জরুরি বলে মনে করে যুক্তরাষ্ট্র।
 
এদিকে, ইরানের বর্তমান শাসনব্যবস্থা নিয়ে আবারও মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন-ইরান যদি ‘আবার মহান’ হতে না পারে, তাহলে কেন সেই শাসনব্যবস্থা বদলানো হবে না?
 
রবিবার ট্রাম্প লিখেছেন, ‘শাসন পরিবর্তন শব্দটা রাজনৈতিকভাবে সঠিক না হলেও, যদি বর্তমান ইরানি সরকার ইরানকে আবার মহান করে তুলতে না পারে- তাহলে পরিবর্তন আসবে না কেন???’ পোস্টের শেষে তিনি লেখেন, ‘MIGA!!!’-অর্থাৎ ‘Make Iran Great Again’। তার বিখ্যাত স্লোগান ‘Make America Great Again’ বা MAGA-র অনুসরণে এই নতুন সংক্ষিপ্ত রূপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here