মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান

0
মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান

চিত্রনায়ক মান্নাকে হারানোর ১৭ বছর পার হলেও এখনো কমেনি তার আবেদন, জনপ্রিয়তা। প্রয়াত এই নায়কের সঙ্গে জাহিদ হাসানের বেশ সখ্যতা ছিল। চিত্রনায়ক মান্নাকে বাংলাদেশের জেমস বন্ড মনে হয় জাহিদ হাসানের কাছে। সে কথা তিনি প্রয়াত নায়ককে জানিয়েছিলেনও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মান্নার সঙ্গে হলিউড ও লন্ডন সফরের স্মৃতি স্মরণ করেন এ অভিনেতা।

জাহিদ হাসান বলেন, ‘একটা অনুষ্ঠানের উপস্থাপনা করছিলাম। তখন মান্না ভাইকে নিয়ে বলেছিলাম, বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। তাঁকে দেখে জেমস বন্ড মনে হয়েছে আমার কাছে। আমি কথাটা তাঁকেও বলেছিলাম।’

সবশেষ জাহিদ হাসান বলেন, ‘আমাদের দেশের শিল্পীদের বড় করতে আমার ভালো লাগে। আমি ছোট করব কেন?’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here