মাধবদী বাজারে আগুনে পুড়লো ৪২ দোকান

0
মাধবদী বাজারে আগুনে পুড়লো ৪২ দোকান

নরসিংদীর মাধবদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় অগ্নিকাণ্ডে অন্তত ৪২টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোরে মাধবদী বাজারের মুড়িপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিকেলে ক্ষতিগ্রস্ত দোকান ও দোকান মালিকদের কথা বলে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এসয় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সমবেদনা জানান। 
বাজারের ব্যবসায়ীরা জানায়, প্রতিদিনের ন্যায় ব্যবসায়ীরা রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরে ভোর ৫টার দিকে বাজারের মুড়িপট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট এতে যুক্ত হয়। দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই অন্তত ৪২টি দোকান পুড়ে যায়। 
আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকানের ধ্বংসস্তূপ থেকে পোড়া মালামাল উদ্ধারের চেষ্টা করেন। এ সময় সর্বস্ব হারিয়ে অনেক ব্যবসায়ীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। 
এদিকে খবর পেয়ে বিকেলে ক্ষতিগ্রস্থ দোকান ও দোকান মালিকদের কথা বলে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এসয় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সমবেদনা জানান। 

মাধবদী বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, বাজারে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। আগুনে পুড়ে মোট ৪২ দোকানের বিভিন্ন মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। 
নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত  হয়েছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here