মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ

0
মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ

কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় অপর দুই কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে মাতামুহুরী সেতুর দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোরীর নাম পিংক আক্তার (১৫)। তিনি চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে এবং কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী। জীবিত উদ্ধার হওয়া দুই কিশোরী হলেন আসমাউল হোসনা ও তাসফিয়া জান্নাত। তারা তিনজনই নবম শ্রেণির শিক্ষার্থী।

চকরিয়া থানার পরিদর্শক তৌহিদুল আনোয়ার জানান, তিন কিশোরী একসঙ্গে নদীতে গোসল করতে নামে। ডুবে যাওয়ার সময় স্থানীয়রা দুইজনকে উদ্ধার করতে সক্ষম হলেও পিংক আক্তার এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চলছে।

চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. আসিক বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে নিখোঁজ কিশোরীর কোনো হদিস এখনো পাওয়া যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here