মাগুরায় বৃক্ষমেলার উদ্বোধন

0
মাগুরায় বৃক্ষমেলার উদ্বোধন

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় দুই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন, মাগুরার যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন উপলক্ষে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলার উদ্বোধন করেন। 

সহকারী জেলা বন সংরক্ষক খোন্দকার মো. গিয়াস উদ্দীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক এমবি বাকের, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান প্রমুখ।

পরে জেলা প্রশাসক মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় মোট ৩০টি স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এ বৃক্ষমেলা আগামী ০৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here