মাগুরায় আন্তঃজেলা চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

0
মাগুরায় আন্তঃজেলা চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

মাগুরায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সংঘবদ্ধ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় পুলিশ তাদের হেফাজত থেকে ৪টি মোটরসাইকেল ও ১টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা।

পুলিশ সুপার মিনা মাহমুদা এ সময় জানান, সম্প্রতি মাগুরায় কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনায় ঘটে। ভুক্তভোগীদের অভিযোগের সূত্র ধরে জেলা পুলিশ মাগুরাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জন গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 

পুলিশ সুপার আরও জানান, চোর চক্রের সদস্যরা মাগুরা শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে আসছিল। তাদের কারণে শহরের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।

তিনি আরও বলেন, জেলা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া ৪টি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা কেউ মাগুরার বাসিন্দা নয়। তারা আশপাশের জেলা থেকে এসে পরিকল্পিতভাবে চুরি করে এবং একে অপরের মাধ্যমে মোটরসাইকেল বিক্রি করে দেয়। 

চুরির সাথে জড়িত গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুরের কাশিমবাদ এলাকার পরিমল রংদারের ছেলে সজীব রংদার (২৮), ফরিদপুরের বসুনর সিংহদীয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে নুর মোহামদ (৩১), ফরিদপুরের চর বাংরাইল এলাকার মাজেদ শেখের ছেলে মনোয়ার শেখ (২৩), ফরিদপুরের ঘন শ্যামপুর এলাকার অজিত মল্লিকের ছেলে আসিফ মল্লিক (২২), ফরিদপুরের পরানপুর এলাকার মোতালেব শিকদারের ছেলে রাব্বি শিকদার (২১), ফরিদপুরের বাহির চর এলাকার জয়নাল মন্ডলের ছেলে আবু হানিফ হিমেল, পাবনা জেলার বাঁশপাড় এলাকার আলম খার ছেলে রবিউল হোসেন (১৬), পাবনার চরমানিকদির আফজাল শেখের ছেলে আলিম হোসেন (২৩)।

উদ্ধারকৃত মোটসাইকেলের মধ্যে রয়েছে ১টি পালসার ১৫০ সিসি, ৩টি ডিসকভার ১১০ সিসি, ১টি ডিসকভার ১০০ সিসি, ১টি ডিসকভার ১২৫ সিসি মডেলের মোটরসাইকেল। এছাড়া মাগুরা সদরের বরুনাতৈল এলাকার আসাদ বিশ্বাসের ছেলে মো. জনির (২৪) হেফাজত থাকা ১টি ইজিবাইক উদ্ধার করে পুলিশ।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এদের প্রত্যেকেই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here