ভোলায় সাত কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

0
ভোলায় সাত কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

ভোলায় প্রায় ৭ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ শনিবার সকালে কোস্ট গার্ড  মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার বিকালে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় একটি কুরিয়ার সার্ভিসের ১টি কাভার্ড ভ্যান তল্লাশী করে ৭ কোটি ৮ লক্ষ ২ হাজার ৩৬০ টাকা মূল্যের ২০ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল, ৮০ কেজি অবৈধ পলিথিন, ৫ হাজার ৮ শত ৮৯ পিস আতশবাজি এবং ১৯ হাজার ৬শত শলাকা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করা হয়। 

জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর ভোলা, অবৈধ বিদেশি সিগারেট বরিশাল কাস্টমস ও আতশবাজি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here