ভেনেজুয়েলার কাছে যুদ্ধজাহাজ ও অ্যাটাক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের

0
ভেনেজুয়েলার কাছে যুদ্ধজাহাজ ও অ্যাটাক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের

দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্র মোতায়েন করছে কয়েকটি যুদ্ধজাহাজ ও সামরিক যান। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ওই এলাকায় পৌঁছাবে মার্কিন নৌবাহিনীর তিনটি অ্যাজিস গাইডেড মিসাইল সিস্টেমযুক্ত ডেস্ট্রয়ার— ইউএসএস গ্রেভলি, ইউএসএস জেসন ডানহ্যাম এবং ইউএসএস স্যাম্পসন। এ ছাড়া মোতায়েন করা হচ্ছে পি-৮ মডেলের গোয়েন্দা বিমান, একটি অ্যাটাক সাবমেরিন এবং কয়েকটি সাধারণ যুদ্ধজাহাজ।

সব মিলিয়ে প্রায় ৪ হাজার নৌসদস্যকে পাঠানো হচ্ছে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে। এই বাহিনী আন্তর্জাতিক আকাশসীমা ও জলসীমায় নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ছাড়াও নির্দিষ্ট স্থানে হামলার জন্য প্রস্তুত থাকবে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযান মূলত মাদকচক্র দমনেই চালানো হচ্ছে। তবে এই মোতায়েন নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভেনেজুয়েলা সরকার।

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও ভেনেজুয়েলার মাদকচক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তার সরকারের ধারাবাহিক নীতির অংশ হিসেবেই এই সামরিক উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তথ্যসূত্র : রয়টার্স ও এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here