ভাষার টানে পশ্চিমবঙ্গ থেকে বাইসাইকেলে এলেন তারা

0

বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাতে ‘বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দশম ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সাইকেল র‌্যালি নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ১০০ মাইলস ও ভাষা সূত্র নামে দুটি সংগঠনের ১০ জন সদস্য।

বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে শনিবার রাতে মাগুরাতে পৌঁছান। রাতে একটি হোটেলে রাত কাটিয়ে রবিবার সকাল ৮টায় মাগুরা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা।

সংগঠনের দলীয় প্রধান স্বরজিত রায় বলেন, ভাষার টানে বাংলায় এসেছি। ২১ ফেব্রুয়ারি ঢাকায় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করব। ভাষা দিবসের কর্মসূচি শেষে ২২ ফেব্রুয়ারি বেনাপোল বন্দর হয়ে আমরা ভারতে ফিরব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here