ভারত ম্যাচের আম্পায়ারকে অপসারণে আইসিসিকে পাকিস্তানের চিঠি

0
ভারত ম্যাচের আম্পায়ারকে অপসারণে আইসিসিকে পাকিস্তানের চিঠি

এশিয়া কাপে ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষের কাছে ৭ উইকেটে হেরেছে তারা। মাঠের লড়াই না জমলেও ম্যাচের পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতের ক্রিকেটারদের হ্যান্ডশেক না করা নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বে থাকা ম্যাচ আম্পায়ার অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি জানিয়েছে তারা। ম্যাচ শেষে ভারতের ক্রিকেটারদের হাত না মেলানোর সিদ্ধান্তকে ক্রিকেটের চেতনা এবং এমসিসির আইন লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে পিসিবি। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর শিভম দুবের সঙ্গে উদযাপন করে সরাসরি ড্রেসিং রুমে ফিরে যান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জয় সূচক রানের পর।

ভারতীয় ক্রিকেটাররা নিজেদের মধ্যে ডাগআউটে জয় উদযাপন করেন। তারা পাকিস্তানি দলের সঙ্গে হ্যান্ডশেক বা সৌজন্য বিনিময় থেকে বিরত থাকেন। পাকিস্তানি খেলোয়াড়রা হাত মেলানোর জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিং রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। ভারতীয় ক্রিকেটারদের এ ধরনের আচরণে হতাশ পাকিস্তান দল।

এরপর সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন নিশ্চিত করেন যে. ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর জন্য অপেক্ষা করছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা, কিন্তু সেই সুযোগ আর আসেনি। প্রতিবাদস্বরূপ পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেননি।

পিসিবি তাদের পাঠানো চিঠিতে এমসিসির নিয়মের উল্লেখ করেছে। একই সঙ্গে এই ব্যবহারের নিন্দা জানিয়েছে। এদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তিনি ম্যাচ রেফারির কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, পিসিবি আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে যে, ম্যাচ অ্যাম্পায়ার আইসিসির আচরণবিধি ও এমসিসির আইন লঙ্ঘন করেছেন। ম্যাচ রেফারির কর্মকাণ্ড ক্রিকেটের চেতনার বিরুদ্ধে গেছে। আমরা এশিয়া কাপ থেকে অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছি।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয় যে, টুর্নামেন্ট কর্মকর্তারা যে নির্দেশনা পেয়েছিলেন, তা শেষ পর্যন্ত ভারতীয় বোর্ড এবং পরবর্তীতে ভারত সরকারের পক্ষ থেকে এসেছিল— যা বিষয়টিকে আরও জটিল করেছে। টুর্নামেন্ট ডিরেক্টর রাসেল অ্যান্ডুর পাকিস্তান দলকে প্রথমে বলেছিলেন যে. এই নির্দেশনা ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এসেছে। তবে পরে স্পষ্ট করেন যে নির্দেশনা আসলে ভারত সরকারের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here