ভারতের হিমাচলে ভারী বৃষ্টিপাতে নিহত ৩০, রেড অ্যালার্ট জারি

0
ভারতের হিমাচলে ভারী বৃষ্টিপাতে নিহত ৩০, রেড অ্যালার্ট জারি

ভারী বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে ৩০ জন মারা গেছে এবং ৩৪ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ওই প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি রানা।

তিনি বলেন, ১৯ জুন হিমাচল প্রদেশে বর্ষা শুরু হয়। এরপর থেকে টানা বৃষ্টি হচ্ছে। শুধু বুধবারই মান্ডি অঞ্চলে ১০ জনের মৃত্যু হয়েছে।

রানা বলেন, ২৯ এবং ৩০ জুন পুরো অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে প্রচুর ক্ষতি হয়েছে। অনেক জায়গায় হঠাৎ ভারী বর্ষণ এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

গণমাধ্যমের খবরে বলা হয়, অনেক জায়গায় রাস্তা বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

হিমাচল প্রদেশের মান্ডি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বিয়াস নদী বিপৎসীমার ওপর প্রবাহিত হওয়ায় বন্যা দেখা দিয়েছে, তাই ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি ওই রাজ্যে রেড এলার্ট জারি করেছে। সূত্র: এএনআই নিউজ, বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here