ভারতের সাথে দ্বন্দ্ব, পরবর্তী ম্যাচ বয়কট করবে পাকিস্তান?

0
ভারতের সাথে দ্বন্দ্ব, পরবর্তী ম্যাচ বয়কট করবে পাকিস্তান?

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচ শেষে হাত না মেলানোর ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পাশাপাশি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি জানিয়েছে।

ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুযায়ী, পিসিবি হুমকি দিয়েছে যে যদি পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে সরিয়ে না দেওয়া হয়, তাহলে তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ বয়কট করবে।

রবিবার অনুষ্ঠিত ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হারের পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সাথে হাত মেলাননি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পিসিবি ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানায়। তবে অভিযোগ অনুযায়ী, পিসিবি’র এই প্রতিবাদকে গুরুত্ব না দেওয়ায় এবার তারা সরাসরি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ দাবি করেছে। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে পাকিস্তানের পরবর্তী ম্যাচেও পাইক্রফটই ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন।

পিসিবি সূত্রে জানা গেছে, তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-কে একটি চিঠি পাঠিয়ে তাদের এই দাবির কথা জানিয়েছে। এই মুহূর্তে এসিসি-র প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন পিসিবি প্রধান মহসিন নকভি। তিনি এমনকি আইসিসি-র কাছেও পাইক্রফটের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন, যদিও এই টুর্নামেন্ট আইসিসি আয়োজন করছে না।

নিজের ‘এক্স’ (আগে টুইটার) হ্যান্ডেলে মহসিন নকভি লিখেছেন, “পিসিবি আইসিসি-র আচরণবিধি এবং এমসিসি’র স্পিরিট অব ক্রিকেট আইনের লঙ্ঘনের জন্য ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসি-তে অভিযোগ দায়ের করেছে। পিসিবি এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারির অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে।”

তবে এনডিটিভি স্পোর্টসের সূত্র অনুযায়ী, ম্যাচ শেষে ‘নো হ্যান্ডশেক’ প্রোটোকল সম্পর্কে পাকিস্তানি ক্রিকেটারদের জানাতে ভুলে গিয়েছিলেন ম্যাচ রেফারি। এর জন্য তিনি পাকিস্তান দলের কাছে ক্ষমাও চেয়েছেন।

পিসিবি তাদের ঘরোয়া গণমাধ্যমের কাছে উর্দুতে প্রকাশিত এক বিবৃতিতে পাইক্রফটের এই সিদ্ধান্তকে খেলাধুলার স্পিরিটের পরিপন্থী বলে অভিহিত করেছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ‘এক্স’-এ এক পোস্টে লিখেছেন, “খেলাধুলায় রাজনীতির ছায়া ফেলা অত্যন্ত হতাশাজনক। এটা খেলার মূল স্পিরিটের বিরুদ্ধে। আশা করি ভবিষ্যতে সব দলই জয়ের আনন্দকে সম্মানের সাথে উদযাপন করবে।” এই ঘটনার বিষয়ে আইসিসি এখনও কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here