ভারতের কোচ হতে আগ্রহী সৌরভ!

0
ভারতের কোচ হতে আগ্রহী সৌরভ!

সুযোগ পেলে ভারতীয় দলের কোচ হতে চান দেশটির সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ক্রিকেট প্রশাসক হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করা সৌরভ আবারও ফিরতে চান ভারতীয় দলের ডেরায়।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, ভারতীয় দলের কোচ হতে আগ্রহী। তিনি বলেন, ‘অবসর নেওয়ার পর কিছু দায়িত্ব পালন করেছি। সিএবির সভাপতি হয়েছি। বিসিসিআই সভাপতি হয়েছি। তখন সময় পাইনি। জানি না ভবিষ্যতে কী হবে। আমার বয়স এখন ৫০। আমি কোচিংয়ের জন্য প্রস্তুত। দেখা যাক কী হয়।’

নিজে আগ্রহী হলেও এখনই ভারতের হেড কোচ গৌতম গম্ভীরকে দায়িত্ব থেকে সরানোর পক্ষে নন সৌরভ। তিনি বলেন, ‘‘ও ভালোই কাজ করছে। শুরুটা হয়তো দারুণ হয়নি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারতে হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এখন ইংল্যান্ড সিরিজ চলছে। এই সিরিজটা গম্ভীরের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

আরও যোগ করেন, ‘খুব কাছ থেকে তো দেখিনি। তবে ক্রিকেট নিয়ে গম্ভীর ভীষণ আবেগপ্রবণ। একসঙ্গে কাজ করিনি। তাই ওর কৌশল সম্পর্কে বলা সম্ভব নয়। একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি, মানুষ হিসেবে গম্ভীর দুর্দান্ত। আমাকে বা দলের সিনিয়রদের শ্রদ্ধা করত।’

কোচ গম্ভীরকে আরও সময় দেওয়ার পক্ষে সৌরভ। তিনি বলেন, ‘গম্ভীরকে একই রকম আবেগপ্রবণ মনে হচ্ছে। একদম সোজাসাপ্টা। সব ব্যাপারে স্বচ্ছ। সমাজ, দল, ক্রিকেটার— সব বিষয়ে কথা বলে। বাইরে থেকে দেখে মনে হয় খুব সোজাসাপ্টা মানুষ। ওর জন্য সব সময় আমার শুভেচ্ছা থাকবে। সকলের মতো গম্ভীরও শিখবে এবং এগিয়ে যাবে।’

রবি শাস্ত্রী, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়দের মতো ভারতীয় ক্রিকেটের তারকারা কোচের খাতায় নাম লিখিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখন স্বদেশী কোচদের ওপরই আস্থা রাখে। সৌরভ আগেও ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি যে এখনও আগ্রহী, তা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। সৌরভ এখন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ক্রিকেট কমিটির প্রধান। আইপিএলেদিল্লি ক্যাপিটালসের সঙ্গেও যুক্ত আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here