ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির

0
ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির

আগামী আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নির্ধারিত থাকলেও তা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সফরের সূচি অনুযায়ী ১৭ থেকে ৩১ আগস্টের মধ্যে ঢাকায় ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও এখনো ভারত সরকারের পক্ষ থেকে কোনো সবুজ সংকেত পায়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এমনটাই জানিয়েছে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক কারণেই এই সফর আটকে যেতে পারে। দিল্লির শীর্ষ প্রশাসনিক সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের শীতলতা-এ মুহূর্তে সফর আয়োজনের জন্য ‘অনুপযুক্ত’ পরিবেশ তৈরি করেছে ভারতের দৃষ্টিতে।

বিশেষ করে গত বছরের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রতিফলন মিলেছে কূটনৈতিক পর্যায়ে। ভারত মনে করছে, এই প্রেক্ষাপটে দ্বিপক্ষীয় ক্রিকেট সফর আয়োজন দেশের ভেতরে ‘ভুল বার্তা’ দিতে পারে।

এ পরিস্থিতিতে বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বিকল্প সময়সূচি নিয়ে আলোচনা শুরু করেছে। 

বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, সফর সম্পূর্ণ বাতিল না করে ২০২৬ সালের আইপিএল শেষ হওয়ার পর জুনে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে, যখন রাজনৈতিক আবহ কিছুটা স্বাভাবিক হয়ে উঠতে পারে বলে ভারতের ধারণা।

ভারতীয় বোর্ডের নেতৃস্থানীয়রা অনেকেই ধারণা করছেন, তখন হয়তো ভারতের জাতীয় দলকে বাংলাদেশ সফরে পাঠানোর ক্ষেত্রে সরকারের খুব একটা আপত্তি থাকবে না।

কিন্তু এখনকার পরিস্থিতি বাংলাদেশে ক্রিকেট সফরের জন্য ‘অনুকূল নয়’ বলেই সরকারের মূল্যায়ণ – আর বিসিসিআই-ও সেটা মানতে একরকম বাধ্য।

প্রসঙ্গত, বাংলাদেশ সফর প্রবল অনিশ্চিত হয়ে পড়লেও আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপে কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান-সব দলেরই খেলার কথা।

ওই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি এখনো প্রকাশিত হয়নি, তবে খুব সম্ভবত সেটি সংযুক্ত আরব আমিরাতের ‘নিউট্রাল ভেন্যু’তেই অনুষ্ঠিত হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

ভারতীয় বোর্ডের একজন কর্মকর্তার কথায়, ‘আইসিসি বা এসিসি’র টুর্নামেন্টে আমরা সব সময় পাকিস্তানের বিরুদ্ধেও খেলে থাকি, কিন্তু দ্বিপাক্ষিক সিরিজের কথা একেবারেই আলাদা। সেখানে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অবশ্যই প্রভাব ফেলে!’

পাকিস্তানের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে ভারত বহু বছর হলো তাদের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here